বিসমিল্লাহির রাহমানির রাহীম, সাহিত্য মানব জীবনের দর্পণ। সুসাহিত্য জীবনকে করে তোলে কর্মচঞ্চল, সুন্দর, পরিশীলিত ও মার্জিত । অপসাহিত্য জীবনবোধকে করে তোলে মারাত্মকভাবে বিঘ্নিত । অহীনির্ভর সাহিত্য-সংস্কৃতি আমাদের জন্য অনুকরণীয় ও প্রত্যাশিত । গোটা সমাজে যখন সুন্দর সাহিত্যের বড়ই আকাল, ঠিক তখনই সুপ্ত প্রতিভার বিকাশ ও সৃজনশীল মনোবৃত্তি তৈরির লক্ষ্যে একদল শিক্ষক-শিক্ষার্থীর কচি হাতের লেখনীতে শত সীমাবদ্ধতার মাঝেও বিগত বছরের ধারা পরিক্রমায় এবারও বার্ষিকী-২০২৩ “বিচ্ছুরণ” প্রকাশিত হলো, আলহামদুলিল্লাহ ।
বিস্তারিত

