বিসমিল্লাহির রাহমানির রাহীম,
সাহিত্য মানব জীবনের দর্পণ। সুসাহিত্য জীবনকে করে তোলে কর্মচঞ্চল, সুন্দর, পরিশীলিত ও মার্জিত । অপসাহিত্য জীবনবোধকে করে তোলে মারাত্মকভাবে বিঘ্নিত । অহীনির্ভর সাহিত্য-সংস্কৃতি আমাদের জন্য অনুকরণীয় ও প্রত্যাশিত । গোটা সমাজে যখন সুন্দর সাহিত্যের বড়ই আকাল, ঠিক তখনই সুপ্ত প্রতিভার বিকাশ ও সৃজনশীল মনোবৃত্তি তৈরির লক্ষ্যে একদল শিক্ষক-শিক্ষার্থীর কচি হাতের লেখনীতে শত সীমাবদ্ধতার মাঝেও বিগত বছরের ধারা পরিক্রমায় এবারও বার্ষিকী-২০২৩ “বিচ্ছুরণ” প্রকাশিত হলো, আলহামদুলিল্লাহ । মহান রাব্বী কারীম আমাদের প্রিয় মাতৃভাষার লিখন শিল্পের সমৃদ্ধিতে অত্র প্রতিষ্ঠানের ক্ষুদ্র এ প্রচেষ্টাকে কবুল করুন, সে দু'আই করছি।
শিক্ষা মনোবিজ্ঞানীদের মতে সহ-শিক্ষাক্রমিক কার্যাবলীর অনুশীলন তথা শিক্ষার্থীর শারীরিক, মানসিক, আবেগিক, সামাজিক ও সাংস্কৃতিক গুণাবলী অর্জন ছাড়া শিক্ষার পরিপূর্ণ বিকাশ সম্ভব নয় । সহ-শিক্ষাক্রমিক কার্যাবলীর অংশ হিসেবে সুসাহিত্যিক, সেরা কবি, শ্রেষ্ঠ লেখক, কাঙ্ক্ষিত কলমযোদ্ধা গড়ে তোলার লক্ষ্যে প্রাতিষ্ঠানিকভাবে নিয়মিত বার্ষিকী প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয় । বরাবরের মতো প্রকাশনার এ আয়োজনকে সুন্দর, সাবলিল, সমৃদ্ধ ও আকর্ষণীয় করতে যে সকল মাননীয় মন্ত্রীমহোদয়, সাংসদ, গুণীজন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের মূল্যবান শুভেচ্ছা বাণী দিয়েছেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁদের সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ। হাজারো প্রতিবন্ধকতার মাঝেও এ বার্ষিকী প্রকাশে যারা তাঁদের সময়, শ্রম, মেধা, যোগ্যতা ব্যয় করেছেন তাঁদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অভিনন্দন ।
‘নিবরাস' (wi) আরবি শব্দ। ‘নিবরাস' (Nibras) অর্থ বিচ্ছুরণ, আলোকবর্তিকা, আলো, মশাল, স্ফুলিঙ্গ । ইংরেজিতে যাকে Spark, Light, Beacon, Radiation ইত্যাদি বলা যেতে পারে। আরবিতে مشعل، مصباح، مشكاة، منارة، فانوس শব্দে অভিহিত করা যায়। ‘নিবরাস মাদরাসা'র শিক্ষার্থীরা তাদের সততা, যোগ্যতা, দক্ষতা, দেশপ্রেম ও চারিত্রিক মাধুর্যতা দিয়ে একটি সুন্দর জাতি বিনির্মাণ এবং যুগোপযোগী জ্ঞান অর্জনের প্রতিযোগিতায় সফলতার দিগন্ত উম্মোচন করে গোটা দেশবাসীর জন্য আলোকবর্তিকা হিসেবে ভূমিকা পালনে সক্ষম হবে মহান রাব্বুল আলামীনের নিকট মস্তকাবনতচিত্তে সে দু'আই করছি ।
ওগো মালিক! দ্বীনি শিক্ষার পবিত্র এ বাগানকে তোমার দয়া ও রহমতের চাদরে আবৃত রেখো, দেশ মাতৃকার কল্যাণে যথাযথ ভূমিকা পালনের তাওফিক দিও, একে আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করো । আমীন!